মাদকাসক্তি একটি শারীরিক ও মানসিক নির্ভরশীল অসুস্থতা। এজন্য বর্তমানে বিশ্বব্যাপী শারীরিক ও মানসিক নির্ভরশীলতা কাটিয়ে মাদকমুক্তির জন্য বিজ্ঞানসম্মত আধুনিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হয়। একজন মাদকাসক্ত ব্যক্তির রিকভারি নির্ভর করে তার আবেগ, অনুভূতি ইত্যাদি সংবেদনশীল মানসিক অবস্থার উপর। গবেষণায় দেখা গেছে আবেগ ও অনুভূতি প্রকাশে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের জন্য আর্ট থেরাপি ও সাইকো ড্রামা – দু’টি কার্যকর থেরাপি যার মাধ্যমে ব্যক্তি একদিকে যেমন অনেক অব্যক্ত যন্ত্রণা বা আনন্দ শেয়ার করতে পারে তেমনি মাদক গ্রহণকালীন সময়ের তিক্ত বাস্তবতা চিত্র অনুধাবন করতে পারে। এতে করে তার ঝুঁকি হ্রাস পায়।
আর্ক প্রথম থেকেই আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি প্রয়োগের চেষ্টা করে আসছে। এ লক্ষ্যে গতকাল হতে পাক্ষিক ভিত্ত্বিতে প্রোগ্রাম মডিউলে পুনরায় আর্ট থেরাপি ও সাইকো ড্রামা সেশন সংযুক্ত করা হয়েছে। প্রোগ্রাম কোর্ডিনেটর দিদারুল আলমের সঞ্চালনায় আর্ট থেরাপি সেশনটি পরিচালনা করেন বিশিষ্ট চারুশিল্পী আদর ভৌমিক এবং সাইকো ড্রামা সেশনটি পরিচালনা করেন আর্কের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ফাহিমা পারভিন। এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক শিহাব মালেক, সাফা ট্রাস্টের পরিচালক তাসনিম আহমেদ, ডেভেলপমেন্ট কোর্ডিনেটর রকীবুল আজম, আর্কের ইনচার্জ জাকির হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।