চন্দনাইশ ও রাউজানে পৃথক অভিযানে আরো ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আমাদের চন্দনাইশ প্রতিনিধি জানান-চন্দনাইশে ৪র্থ দফা অভিযানে আরো ২টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গত মঙ্গলবার সকালে কাঞ্চনাবাদ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর এলাকায় উক্ত অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাজনীন সুলতানা নীপা এতে নেতৃত্ব দেন। এসময় আয়াজ ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং নামের ইটভাটা ২টি গুড়িয়ে দেয়া হয়।
অভিযানে র্যাব-৭, চন্দনাইশ থানা পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহযোগিতা করেন। আমাদের রাউজান প্রতিনিধি জানান- হালদার পাড়ে অবৈধভাবে গড়ে উঠা একটি ইটভাটা গতকাল গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
দক্ষিণ রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মোকামীপাড়া হালদা পাড়ের ইটভাটাতে তৈরি করা হতো এ আলী ব্রাণ্ডের ইট।
অভিযানে নেতৃত্বে দেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মোজাহিদ। সহযোগিতা করে র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস।