আরো ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ করোনার টিকা পেয়েছে চট্টগ্রাম। গতকাল বুধবার সকালে সিনোফার্মের ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা এবং মডার্নার ১ লাখ ৬ হাজার ৮০০ ডোজসহ মোট ১ লাখ ৮৫ হাজার ২০০ ডোজ টিকা পৌঁছেছে চট্টগ্রামে। সিভিল সার্জনের নেতৃত্বে ভ্যাকসিন গ্রহণ কমিটির সদস্যরা এসব টিকা গ্রহণ করেন। গ্রহণের পর এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই স্টোরে নির্দিষ্ট তাপমাত্রা মেনে সংরক্ষণে রাখা হয়েছে।
মডার্নার টিকা দেয়া হচ্ছে কেবল সিটি কর্পোরেশন এলাকায়। টিকার জন্য সিটি কর্পোরেশন এলাকার কেন্দ্রগুলোতে যারা নিবন্ধন করেছেন, তারা এ টিকা পাবেন। আর সিনোফার্মের তৈরি চীনা টিকা দেয়া হচ্ছে উপজেলা পর্যায়ে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। অবশ্য, সিটি কর্পোরেশন এলাকার কয়েকটি কেন্দ্রে এই টিকার ২য় ডোজ দেয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।
এর আগে প্রথম দফায় (১৮ জুন) সিনোফার্মের তৈরি ৯১ হাজার ২০০ ডোজ চীনা টিকা পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দফায় (১১ জুলাই) আসে ৭৮ হাজার ৪০০ ডোজ। এবার তৃতীয় চালানে পাওয়া গেল আরো ৭৮ হাজার ৪০০ ডোজ চীনা টিকা। গত ১১ জুলাই চীনা টিকার ২য় চালানের সাথে মর্ডানার ১ লাখ ৫ হাজার ৬০০ ডোজ টিকাও পেয়েছে চট্টগ্রাম।
প্রসঙ্গত, এর আগে দুই দফায় সবমিলিয়ে প্রায় ৮ লাখ ডোজ (অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকা পায় চট্টগ্রাম। ৭ ফেব্রুয়ারি এই টিকার প্রথম ডোজ টিকাদান উদ্বোধনের পর গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয় চট্টগ্রামে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত ৩ লাখ ৪৫ হাজারের মতো টিকাগ্রহীতা তাদের দ্বিতীয় ডোজ নিয়েছেন। এর আগে চট্টগ্রামের (মহানগরসহ জেলায়) মোট ৪ লাখ ৫৩ হাজার ৭৬০ জন মানুষ এই (অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার) টিকার প্রথম ডোজ নেন। হিসেবে প্রথম ডোজ নেয়া আরো প্রায় লক্ষাধিক টিকা গ্রহীতা দ্বিতীয় ডোজের অপেক্ষায় আছেন।