দেশের বেসরকারি আইসিডিগুলো দিয়ে আরো ১২ ধরনের আমদানি পণ্য খালাসের অনুমোদন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ নিয়ে বেসরকারি আইসিডিগুলোর মাধ্যমে ৫০ ধরনের পণ্য খালাসের অনুমোদন দেওয়া হলো। গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব (কাস্টমস রপ্তানি ও বন্ড) মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে আগের ৩৮ ধরনের পণ্যের সাথে নতুন ১২ পণ্য আইসিডি থেকে খালাসের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রায় শতভাগ রপ্তানি পণ্য হ্যান্ডলিংয়ের পাশাপাশি ৫০ ধরনের আমদানি পণ্য হ্যান্ডলিংয়ের অনুমোদন বেসরকারি আইসিডিগুলোর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
নতুন করে অনুমোদন দেওয়া পণ্যগুলো হচ্ছে স্ট্যাপল ফাইবার, ক্যালসিয়াম কার্বনেট, হুইট ব্রেন (গমের ভুসি), কুইক লাইম, পলিস্টাইরিন, ফ্লুটিং পেপার, ক্যালসিয়াম ফসফেট, এসবেসটস, মিথনাইন, গ্লিসারল, আনরাট অ্যালুমিনিয়াম ও সিনামন। এনবিআরের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপোর্টস এসোসিয়েশনের (বিকডা) মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, আইসিডিগুলোর সক্ষমতা অনেক। আমরা আরো বেশি আমদানি পণ্য হ্যান্ডলিং করতে পারি। চট্টগ্রাম বন্দরের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে কন্টেনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে আমাদের সক্ষমতার প্রমাণ দিয়েছি। আমাদের এই সক্ষমতা কাজে লাগালে দেশ উপকৃত হবে। এনবিআরের নতুন এই সিদ্ধান্ত আমাদের সক্ষমতা কাজে লাগানোর উদ্যোগ বলে আমরা মনে করি।
নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা জানান, বিশ্বের উন্নত বন্দর এমনকি ভারতের বন্দরেও আমদানিকৃত এলসিএল কন্টেনার বন্দরের ভিতরে খুলে আমদানিকারকদের পণ্য ডেলিভারি দেওয়া হয় না। এতে বন্দরের গতি কমে যায়। অথচ চট্টগ্রাম বন্দরে সনাতনী প্রথা প্রচলিত রয়েছে। বিশেষ কিছু পণ্য ছাড়া সব ধরনের এলসিএল কন্টেনার আইসিডি থেকে ডেলিভারির ব্যবস্থা করা গেলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে।