দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে ভর্তিতে আরো ২৮২টি আসন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দেশের নতুন একটি মেডিকেল কলেজ (সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ) সহ মোট ১৮টি সরকারি মেডিকেল কলেজে এসব আসন বাড়ানো হয়েছে। যা ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে। গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-০১ অধিশাখার উপসচিব বদরুন নাহার স্বাক্ষরিত এক স্মারকে আসন বাড়ানোর এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের আওতায় আরো ১০টি আসন বেড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক)। আসন বাড়ানো সংক্রান্ত মন্ত্রণালয়ের চিঠি এরইমধ্যে হাতে পেয়েছে চমেক প্রশাসন।
চমেক সূত্রে জানা যায়- এতদিন চমেকের এমবিবিএস কোর্সে ২২০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হতো। ১০টি আসন বৃদ্ধি পাওয়ায় এবার থেকে অতিরিক্ত ১০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ কলেজে। তবে বিডিএস কোর্সে আগের ৬০ আসন অপরিবর্তিত রয়েছে। এদিকে চমেকে ১০টি আসন বাড়ানো হলেও চট্টগ্রাম বিভাগের অন্য কোন সরকারি মেডিকেল কলেজে কোনো আসন বাড়ানো হয়নি।
উল্লেখ্য, বর্তমানে দেশের ৩১টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৫১৮টি আসন রয়েছে। নতুন করে ২৮২টি যুক্ত হওয়ায় এখন মোট আসন সংখ্যা ৩ হাজার ৮০০টিতে দাঁড়ালো। এর আগে ২০১৮ সালের ৮ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় সরকারি মেডিকেল কলেজগুলোতে নতুন করে ৫০০ আসন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। ওই সময় (২০১৮ সালের ৮ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে ২৩টি আসন বাড়ানো হয়।