কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে আরো এক মামলায় কারাদণ্ড দিয়েছে আদালত। পৌরসভার উন্নয়নের জন্য বরাদ্দ পাওয়া ২৯ লাখ ৫০ হাজার ১৫০ টাকা আত্মসাতের অভিযোগে তাকে ৫ বছরের কারাদণ্ড, সমপরিমাণ অর্থদণ্ড ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।
এ সময় নুরুল আবছার কাঠগড়ায় হাজির ছিলেন না। এ জন্য তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে। দুদক পিপি রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। আদালতসূত্র জানায়, ১৯৮৪ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কক্সবাজার পৗরসভার মেয়র থাকাকালে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কাজের জন্য বরাদ্দ পাওয়া ২৯ লাখ ১৫০টাকা আত্মসাৎ করেন নুরুল আবছার। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯১ সালে মামলাটি দুদকের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি একই আদালত কর্তৃক ৫৭ লাখ টাকা আত্মসাতের পৃথক তিনটি মামলায় নুরুল আবছারকে এক বছর করে মোট ৩ বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়।












