আরেফিন নগরে চলছে পাহাড় কাটা

প্রাণহানি ও প্রশাসনের তোড়জোড়ের মাঝেও থেমে নেই

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ জুন, ২০২২ at ৫:৩৬ পূর্বাহ্ণ

পাহাড় ধসে মানুষের প্রাণহানি এবং পাহাড় কাটা রোধে প্রশাসনের কঠোর তোড়জোড়ের মাঝেও থেমে নেই পাহাড় কাটা। ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের কাছের পাহাড়গুলো ক্রমাগত কাটা হচ্ছে।

রাস্তা নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থার সুবিধার কারণে এলাকায় জায়গার দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। বছর কয়েক আগে যেখানে কোনো মানুষ ছিল না, সেখানে এখন বসতি গড়ে উঠছে। পাহাড় কেটে তৈরি করা হচ্ছে বাড়িঘর, দোকানপাট, রাস্তা।

গতকাল বায়েজিদের আরেফিন নগর বিদ্যুৎ অফিসের পেছনে পাহাড় কেটে ঘর নির্মাণ করতে দেখা গেছে। স্থানীয় সংঘবদ্ধ একটি চক্র নানা কৌশলে পাহাড় কাটছে। ঘাটে ঘাটে ম্যানেজ করে তারা পাহাড় কেটে বসতি গড়ছে। প্রভাবশালী অনেকে পাহাড় কাটার সাথে জড়িত বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের
পরবর্তী নিবন্ধকেমিক্যাল-নির্ভর কারখানায় কাঁচামাল সংকট