আরেফিন নগরে অস্ত্রসহ ১০ ডাকাত গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩০ মে, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

 

নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর ড্রাম গেট সিএনজি স্ট্যান্ড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ। গত শনিবার (২৮ মে) রাত দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে গ্রিল কাটার মেশিন, কিরিচ, রামদা, ধামা, কোরাবারি, টর্চলাইট সহ মোট ৯টি অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো আবুল কাসেম (৪৫), রাসেল (৩২), সাবু (৪৩), নুরু (৪৭), মো. আলমগীর (৫২), মো. আবু তাহের (৬৫), মনির আহম্মদ (৪০), মো. মামুন ওরফে নাহিদ (৩০), মো. সিরাজ মাঝি (৫৭) ও মো. সুজন হোসেন (২৫)

পুলিশ জানায়, দল প্রধান আবুল কাসেমসহ গ্রেপ্তারকৃত ১০ জন সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিল। সর্বশেষ শনিবার (২৮ মে) হাটহাজারী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সিএমপি উপপুলিশ কমিশনার ডিবি (উত্তর) আলী হোসেন বলেন, এরা প্রধানত নগরীর বাইরে ডাকাতি করে পুনরায় ফিরে আসে নগরীতে। বিভিন্ন গ্রামে ও আন্তঃজেলার বিভিন্ন রাস্তায় সাধারণ মানুষকে জিম্মি করে লুট করতো। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জনের মধ্যে ৫ জনের নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাসায় জানালার গ্রিল কেটে বন্দর শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১শ শিশুর মাঝে দুধ ও ডিম বিতরণ