আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

| বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

ঋণ আত্মসাতের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম এবং রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত (পিকে) কুমার হালদারসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত।

গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত৮ এর বিচারক নূরে আলম ভূঁইয়া এ আদেশ দেন। এর মধ্য দিয়ে ২৪ কোটি টাকা আত্মসাতের এ মামলায় বিচার কাজ শুরু হলো। আগামি ১ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। খবর বিডিনিউজের।

এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস, রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ইভিপি রাশেদুল হক, সাবেক ম্যানেজার নাহিদা রুনাই, সাবেক এসভিপি কাজী আহমেদ জামাল, সাবেক ডেপুটি ম্যানেজার জুমারাতুল বান্না এবং মারিন ভেজিটেবল অয়েলসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান, মো. ইসহাক এবং মেসার্স সাইফুল অ্যান্ড কোম্পানি স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

আসামিদের মধ্যে নাহিদা রুনাই ও রাশেদুল হক কারাগারে আছেন। গতকাল বুধবার শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। অন্য আসামিরা পলাতক। এদিন দুদকের পক্ষে প্রসিকিটর দেলোয়ার জাহার রুমি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। রাশেদুল হকের পক্ষে আইনজীবী নিয়াজ মোরশেদ এবং নাহিদা রুনাইয়ের পক্ষে মোহাম্মদ বাবুল বেপারী অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনে আদেশ দেয়। এ সময় দুই আসামি রাশেদুল হক ও নাহিদা রুনাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থণা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ৮ অগাস্ট নামসর্বস্ব এ এম ট্রেডিং প্রতিষ্ঠানের নামে ২৪ কোটি টাকার মেয়াদি ঋণ অনুমোদন ও বিতরণের অভিযোগ আনা হয়েছ। এই টাকা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত বছরের ২ জুলাই দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ১৩ জনের বিরুদ্ধে ১৬ অক্টোবর ইসমাঈল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে গত সোমবার এক মামলায় এবং মঙ্গলবার আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ‘কন্টিনিউইং প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর অফিসার’ শীর্ষক ট্রেনিং
পরবর্তী নিবন্ধঘুষ : দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ২০ মাসের কারাদণ্ড