এক সঙ্গে ৯ মামলায় জামিনের এক সপ্তাহ পর আরো একটি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম তাহমিনা হকের আদালত জামিন আদেশ দেন। তবে আরো মামলা থাকায় এ বিএনপি নেতার মুক্তি মিলছে না এখনই। গত ১০ ডিসেম্বর ৯টি মামলায় একসঙ্গে জামিন পান মির্জা ফখরুল। বাকি থাকা দুটি মামলার একটি প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় এবং অপরটি পল্টনে নাশকতার ঘটনায় করা হয়। এর মধ্যে পল্টনে নাশকতার মামলাটিতে জামিন পেয়েছেন ফখরুল। খবর বিডিনিউজের।
বিচারক জানান, পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিনে থাকবেন তিনি। তবে প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন না মেলায় এখনই কারামুক্ত হচ্ছেন না তিনি।