আরেক মহানায়ককে হারাল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১৬ মে, ২০২২ at ৪:২৬ পূর্বাহ্ণ

অস্ট্রেলিয়ান ক্রিকেট তথা ক্রিকেট বিশ্বের মহানায়ক শেন ওয়ার্নের মৃত্যু শোক এখনো কাটিয়ে উঠেনি অস্ট্রেলিয়া। রডনি মার্শের মত কিংবদন্তীকেও হারিয়েছে মাত্র কদিন হলো। এরই মধ্যে তারা হারাল আরেক মহানায়ককে। এবার না ফেরার দেশে চলে গেলেন দুইবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য এন্ড্রু সাইমন্ডস। গত শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন সাইমন্ডস। সাইমন্ডসের গাড়িটি অ্যালিস রিভার ব্রিজের কাছে হার্ভে রেঞ্জ রোডে চলার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে গড়িয়ে পড়ে। আর সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে ক্রিকেট দুনিয়ায় নেমে আসে শোকের ছায়া। সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল বেভান তার টুইটে লিখেছেন হৃদয় ভেঙে যাওয়ার মতো। অস্ট্রেলিয়ান ক্রিকেট হারাল আরেকজন নায়ক। আমি স্তম্ভিত, ২০০৩ বিশ্বকাপে সে আমার সতীর্থ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল লিখেছেন ঘুম থেকে উঠেই যা শুনতে পেলাম, তা বিশ্বাসই করতে পারছি না। আমাদের আরও এক নায়ককে হারিয়ে ফেললাম আমরা। জেসন গিলেস্পি লিখেছেন ঘুম থেকে উঠে ভয়ানক খবর পেলাম। পুরোপুরি বিধ্বস্ত আমি। আমরা সবাই তোমাকে মিস করব। সতীর্থই শুধু নয়, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, মাইকেল ক্লার্কদের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সাইমন্ডস। টুইটারে ছোট্ট প্রতিক্রিয়ায় গিলক্রিস্ট বুঝিয়ে দিলেন তার মানসিক অবস্থা। এটা সত্যিই বেদনাদায়ক। সাইমন্ডসের সঙ্গে ২০০৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য ও এখনকার কোচ ড্যারেন লিম্যান বললেন ওপরে নিজের দেখভাল ঠিকমতো করো গ্রেট ম্যান। আমার হৃদয় ভেঙে গেছে। এতটা ভালোবাসতাম ওকে। জন্টি রোডস প্রতিক্রিয়ায় লিখেছেন অ্যান্ড্রু সাইমন্ডস ছিল ভয়ঙ্কর এক প্রতিপক্ষ ও খুবই উদার সতীর্থ। ব্যাটে-বলে ভূমিকা তো ছিলই, সঙ্গে তর্কসাপেক্ষে সবর্কালের সেরা অলরাউন্ড ফিল্ডার। ভারতীয় অফ স্পিনার হরভজন সিং মানতে পারছেন না এমন মৃত্যু। তার বিদেহী আত্মার জন্য প্রার্থনা করলেন হরভজন। ভারতীয় কিংবদন্তি শচিন টেন্ডুলকার লিখেছেন অ্যান্ড্রু সাইমন্ডসের চলে যাওয়া আমাদের সবার জন্যই মেনে নেওয়া কঠিন। অসাধারণ এক ফিল্ডারই শুধু ছিল না সে, মাঠে ছিল প্রাণশক্তির উৎস। সাবেক শ্রীলংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে লিখেছেন সকালে খবরটি জেনে খুবই খারাপ লাগল। মাঠে কঠিন এক প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইমন্ডস। যে কিনা মাঠের বাইরে ছিল দারুণ মজার। অস্ট্রেলিয়ার চির প্রতিদ্বন্দ্বী দেশ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের ছোট্ট প্রতিক্রিয়া, সাইমো মনে হচ্ছে এটা সত্যি নয়।

পূর্ববর্তী নিবন্ধসাইমন্ডস স্মরণে চট্টগ্রাম টেস্টের শুরুতে এক মিনিট নীরবতা পালন
পরবর্তী নিবন্ধমেয়েদের আইপিএল খেলতে ভারত যাচ্ছেন সালমা-সুপ্তা