চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের ঐকান্তিক প্রচেষ্টায় আরেক দফা কর্পোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের গ্র্যাচুইটির টাকা প্রদান করল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল মঙ্গলবার সকালে চসিকের সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীর প্রত্যেকের হাতে গ্র্যাচুইটির চেক তুলে দেন। দ্বিতীয় দফায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবার ৩৫ জন কর্মকর্তা-কর্মচারীকে তাদের প্রাপ্য বকেয়া গ্র্যাচুইটির টাকা বাবদ মোট ১ কোটি ৪২ লাখ টাকা দিল। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চসিকের সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী (অবসরপ্রাপ্ত), সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ও চিকিৎসক ডা. রশিদ আহম্মদ (অবসরপ্রাপ্ত), কৃষ্ণ কুমারী স্কুলের সাবেক প্রধান শিক্ষক মর্জিনা আক্তার (অবসরপ্রাপ্ত), চসিক সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও হিসাব রক্ষণ কর্মকর্তা মাসুদুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।