আরেক আসামির জামিন নামঞ্জুর

চবি ছাত্রীকে যৌন নিপীড়ন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ অক্টোবর, ২০২২ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সাইফুল ইসলাম রাব্বির জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা শুনানি শেষে তার পক্ষে করা জামিন আবেদন না মঞ্জুরের এ আদেশ দেন। এর আগে গত ১৪ সেপ্টেম্বর শাওন নামের কারাগারে থাকা অপর এক যুবকের জামিন চেয়ে করা আবেদনও না মঞ্জুর হয়। জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ১৭ জুলাই রাতে চবির প্রীতিলতা হল সংলগ্ন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারনের ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম নিজে হাটহাজারী থানায় মামলা করলে ৫ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হল চবির ইতিহাস বিভাগের ২য় বর্ষের ছাত্র মো. আজিম, নৃবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র নুরুল আবছার বাবু, হাটহাজারী সরকারি কলেজ সমাজবিজ্ঞান বিভাগ ১ম বর্ষের ছাত্র নুর হোসেন শাওন, ২য় বর্ষের ছাত্র মাসুদ রানা ও সাইফুল ইসলাম রাব্বি।

পূর্ববর্তী নিবন্ধবাকির ভারে জর্জরিত হলের ডাইনিং
পরবর্তী নিবন্ধমাসুমসহ ২৪ জনের বিরুদ্ধে চার্জগঠন