আরেকটি ঘূর্ণিঝড় আসছে, সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

মুজিব কিল্লাসহ ২১৫ স্থাপনা উদ্বোধন

| সোমবার , ২৪ মে, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সাগরে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আশঙ্কার কথা তুলে ধরে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তার এই সতর্কবার্তা আসে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা আবার সবাইকে সতর্ক করছি। আরেকটা ঘূর্ণিঝড় কিন্তু আসছে। সেটা কেবল তৈরি হচ্ছে, কতটুকু যাবে, এখন আধুনিক প্রযুক্তির কারণে আমরা অনেক আগে থেকেই জানতে পারি। আর সেই বিষয়ে পূর্ব সতর্কতা আমরা নিতে শুরু করেছি। ইনশাল্লাহ এতে আমরা সতর্ক থাকব, এই ঝুঁকি হ্রাস করতে পারব। খবর বিডিনিউজের।
আবহাওয়া অধিদপ্তার জানিয়েছে, শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং ২৬ মে নাগাদ ওড়িশা-পশ্চিমবঙ্গ-বাংলাদেশের খুলনা উপকূলে পৌঁছাতে পারে।
যেকোনো দুর্যোগে ঝুঁকি কমানোর জন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এই সময় ঘরে থাকুন, সুস্থ থাকুন। করোনার সংক্রমণ প্রতিরোধে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন সরকার প্রধান।
এ অনুষ্ঠানে তিনি ১০০টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ছাড়াও ৩০টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ৫টি মুজিব কিল্লার উদ্বোধন এবং ৫০টি মুজিব কিল্লার ভিত্তিফলক উন্মোচন করেন।
প্রাকৃতিক দুর্যোগ থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা দিতে শত বছরের বদ্বীপ পরিকল্পনা হাতে নেওয়ার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তখন বাংলাদেশ কেমন হবে, কীভাবে নিরাপদ হবে, মানুষের জীবনযাত্রা কীভাবে উন্নত হবে সেদিকে লক্ষ্য রেখে আমরা প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান করেছি। বাংলাদেশ একটা বদ্বীপ। সেই বদ্বীপকে সুরক্ষিত করা এবং বদ্বীপ অঞ্চলের মানুষগুলো যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, নিরাপদে বাঁচতে পারে সেই দিকে লক্ষ্য রেখেই এই পরিকল্পনাটা হাতে নিয়েছি।
বাংলাদেশের জনসংখ্যা বেশি এবং ভৌগলিক সীমানা যে খুব কম, সে কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এই পরিকল্পনায় নদীমাতৃক ও প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের পরিকল্পনাগুলো সাজানো হয়েছে। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশকে অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, মাঝে মাঝে মনুষ্য সৃষ্টি দুর্যোগও আসে। সবই মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি।
ইতোমধ্যে ২০২১-২০২৫ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধদূরপাল্লার বাস ট্রেন লঞ্চ চলবে আজ থেকে
পরবর্তী নিবন্ধবিদ্যুতের খুঁটির জন্য এক বছর পিছিয়ে