শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দেয়নি মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট। তার জামিন আবেদন নাকচ করে দিয়ে আরও ৩ দিনের জন্য ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) হেফাজতে পাঠিয়েছেন আদালত। একই আদেশ দেওয়া হয়েছে তার সঙ্গে গ্রেপ্তার বাকি দু’জনের ক্ষেত্রেও। খবর বাংলানিউজের।
আরিয়ান খানের সঙ্গে গ্রেপ্তার হয়েছেন তার বান্ধবী মুনমুন ধামেচা। যিনি দিল্লির সেরা মডেলদের একজন। একটি বড় ব্র্যান্ডের মডেলিং করে পরিচিতি পেয়েছেন তিনি। ক্রুজে পার্টি করতে গিয়ে ধরা পড়ার পর আরিয়ানের লেন্সের বাঙ থেকে মাদক উদ্ধার করেছে ভারতের নারকোটিঙ কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)। এছাড়া মুনমুনের স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা মাদকও খুঁজে বের করেছে সংস্থাটি।
শাহরুখপুত্রের সঙ্গে বারবারই উঠে আসছে মুনমুনের নাম। তার সঙ্গে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে বলেও গুঞ্জন। কিন্তু কে এই মুনমুন?
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মধ্য প্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন। পেশায় মডেল হওয়ায় বলিউড তারকাদের সঙ্গেও তার ওঠাবসা। গুরু রান্ধাওয়া, অর্জুন রামপালের মতো শিল্পীও রয়েছেন সেই তালিকায়। ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয় মুনমুন। এনসিবির জিজ্ঞাসাবাদে মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন মুনমুন। জানিয়েছেন, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি।