আরিফ কাদরী ইউসিবির নতুন ব্যবস্থাপনা পরিচালক

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

আরিফ কাদরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণের আগে তিনি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।
৩৭ বছরের ব্যাংকিং অভিজ্ঞতালদ্ধ কাদরী ১৯৮৪ সালে পেশাগত জীবনের সূচনা করেন। তিনি বিভিন্ন ব্যাংকে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আইআইডিএফসির পর্ষদ পরিচালক, বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব ব্যাংকার্সের সেক্রেটারি জেনারেল, ইউসিবি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হিসাবে দায়িত্বরত রয়েছেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আরিফ কাদরী দেশে-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৮ জনকে আসামি করে নৌকার প্রার্থীর মামলা
পরবর্তী নিবন্ধনালার বর্জ্য থেকে তৈরি হচ্ছে কোটি কোটি টাকার পলিথিন