বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, প্রকাশ বাওয়া স্কুলের সহকারী অধ্যাপক আরিফ উল হাছান চৌধুরীকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বাওয়া স্কুল ও কলেজ কমিটির এক সভার সিদ্ধান্তে তাকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়। শনিবার বিকেলে আরিফ উল হাছান চৌধুরী নিয়োগপত্র গ্রহণের মাধ্যমে অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্বভার গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি একেএম বেলায়েত হোসেন, অভিভাবক প্রতিনিধি সোনিয়া ইদ্রিস, শিক্ষক প্রতিনিধি শিমুল মুহুরী, সহকারি প্রধান শিক্ষক (দিবা) খাদিজা বেগম, সহকারি প্রধান শিক্ষক (প্রাতঃ) রাজিয়া বেগম, শিক্ষানুরাগী ফজলুল আমিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।