চট্টগ্রামে অবস্থিত দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান, আরামিট পিএলসি গতকাল ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের জন্য ২০% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল সোমবার ডিজিটাল প্লাটফর্র্মে অনুষ্ঠিত কোম্পানির ৫৩তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দ্বারা অনুমোদিত হয়। কোম্পানির চেয়ারম্যান এবং স্বতন্ত্র পরিচালক এস. এম. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে পরিচালকবৃন্দ এস. এম. শাহ আলম, মোঃ জাকির হোসাইন এবং মোঃ শরিকুল আনাম সভায় উপস্থিত ছিলেন। কোম্পানি সচিব সৈয়দ কামরুজ্জামান, এফসিএমএ ও সিওও এবং সিএফও কনক কান্তি সেন, এফসিএমএ – এ সভায় বক্তব্য রাখেন। এছাড়া বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এ সভায় সংযুক্ত ছিলেন। শেয়ারহোল্ডারবৃন্দ সভায় অবহিত হন যে, কোম্পানি সমাপ্ত অর্থ বছরে ১৫.৮৯ মিলিয়ন টাকা আয়কর পূর্ব নীট মুনাফা এবং ১২.৫১ মিলিয়ন টাকা আয়কর পরবর্তী নীট মুনাফা অর্জন করে। শেয়ারহোল্ডারবৃন্দ আরও অবহিত হন যে, কোম্পানী উক্ত সময়ে জাতীয় কোষাগারে আমদানী শুল্ক, আয়কর ও মূল্য সংযোজন কর বাবদ মোট ১২৬.৭৩ মিলিয়ন টাকা প্রদান করেছে। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ কোম্পানি নিয়মিত ডিভিডেন্ট প্রদানের জন্য তাদের সন্তুষ্টি প্রকাশ করেন ও বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামত প্রদান করার পর সমাপ্ত অর্থ বছরের জন্য ২০% হারে চূড়ান্ত নগদ লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ নিরীক্ষকগণের এবং পরিচালকমন্ডলীর প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন। প্রেস বিজ্ঞপ্তি।