পুলিশ কর্মকর্তা হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে দেশে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতের কাছে চিঠি পাঠিয়েছে সরকার।
গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নে এ কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। খবর বিডিনিউজের।
আরাভ খানের সর্বশেষ অবস্থার বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে এঙট্রাডিশন ফাইল বা যে কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়ন করে সংযুক্ত আরব আমিরাতের যে মিশন– সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করেছে।’ আরাভ সংশ্লিষ্ট কোনো অগ্রগতি থাকলে, সেটা পরে সংবাদমাধ্যমকে জানানোর আশ্বাস দেন মুখপাত্র সেহেলী।