আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্টেডিয়ামকে উৎসবে পরিণত করতে চায় বিএনপি

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৪ জানুয়ারি, ২০২৫ at ১০:৪৩ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর স্মরণে কোকো স্মৃতি বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের একটি ম্যাচ আয়োজন করছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এই ম্যাচটিকে কেবলই একটি ম্যাচ হিসেবে দেখতে চাননা আয়োজকরা। তাদের কাছে এই ম্যাচ মানে বিশাল এক উৎসব। আর এই ম্যাচ দিয়ে স্টেডিয়ামকে উৎসবে পরিণত করতে চায় আয়োজকরা। আজ দুপুর আড়াইটায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। নিয়ম মোতাবেক ৯০ মিনিটের খেলা হবে। আর এই ম্যাচে অংশ নেবে লাল এবং সবুজ নামে দুটি দল। যেখানে একটি দলে খেলবে চট্টগ্রামের উত্তর এবং আরেকটি দলে খেলবে চট্টগ্রাম মহানগর সহ দক্ষিণ, এমনকি বান্দরবান, রাঙ্গামাটির ফুটবলাররাও। দুই দলে খেলবে চট্টগ্রাম বিভাগের সাবেক এবং বর্তমান জাতীয় ও জেলা দলের খেলোয়াড়রা। একেবারে পেশাদার ফুটবলারদের নিয়ে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন মাহনাগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। যেহেতু এই ম্যাচে বিজয়ী দল ঢাকায় গিয়ে চূড়ান্ত পর্বে খেলবে। আর সেখানেই হবে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাও। আজকের ম্যাচ শুরুর আগে বাংলাদেশের খ্যাতনামা সংগীত শিল্পী মিলা গান পরিবেশন করবেন। এছাড়া চট্টগ্রামের স্থানীয় শিল্পী এবং জাসাসের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এই একটি ম্যাচ দিয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে একটা ঝাকুনি দিতে চায় আয়োজকরা। যাতে চট্টগ্রামের খেলাধুলাকে ভবিষ্যতে কিভাবে পরিচালনা করা যায় কিংবা চট্টগ্রামের খেলাধুলার হারানো গৌরব কিভাবে ফিরিয়ে আনা যায় তার একটা রূপরেখা তৈরি করা যায়। আর সে লক্ষ্যেই বিএনপির ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন। গতকাল শুক্রবার ম্যাচের আগের দিন আরো একবার সাংবাদিকদের সাথে বসে নিজেদের প্রস্তুতির সবশেষ অগ্রগতি জানিয়ে দেন। আর সেখানে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহি কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহবায়ক নিয়াজ মাহমুদ খান। এসময় উপস্থিত টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আহমেদুল আলম রাসেল, যুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান, কাজি বেলাল, ইসমাইল বালি সহ টুর্নামেন্ট আয়োজক কমিটির কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টে তৃতীয় জয় চট্টগ্রামের
পরবর্তী নিবন্ধপটিয়ায় এবিটস গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু উদ্বোধনী ম্যাচে কালারপোল ক্রীড়া সংস্থার শুভ সূচনা