আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট মাঠে গড়াচ্ছে কাল শনিবার। এই টুর্নামেন্ট উপলক্ষে গতকাল নগরীতে বর্ণাঢ্য এক র্যালি অনুষ্ঠিত হয়। বিকালে নাসিমন ভবন চত্বর থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি এনায়েত বাজার, জুবিলী রোড, নিউমার্কেট, আন্দরকিল্লা, দেওয়ান বাজার, চকবাজার, মেডিকেল, মেহেদীবাগ, আলমাস সিনেমা হয়ে আবার নাসিমন ভবনে এসে শেষ হয়। বাদ্যযন্ত্র বাজিয়ে নানা সাজে মোটর সাইকেল, ঘোড়াগাড়ীসহ বিভিন্ন যানবাহনে করে শোভাযাত্রায় অংশ নিয়ে নেতাকর্মীরা আনন্দ প্রকাশ করে। নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে এই র্যালির উদ্বোধন করেন মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আহবায়ক এরশাদ উল্লাহ। চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য সচিব মো. নাজিমুর রহমান, আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মো. খান, সদস্য সচিব আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজিম উদ্দিন, কাজী বেলাল, হারুন জামাল, আর ইউ চৌধুরী শাহিন, ইয়াসিন চৌধুরী লিটন, খোরশেদ আলম, মোহাম্মদ হাসেম, ইকবাল চৌধুরী, এ কে খান, ইসমাইল বালী সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টকে সামনে রেখে আজ শুক্রবার নগরীব্যাপী প্রচার প্রচারনা (পোষ্টার ও রিফলেট বিতরণ ) চালানো হবে। আগামীকাল শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি চট্টগ্রাম বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট। দুপুর ২:৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই ম্যাচে অংশগ্রহন করবে লাল দল বনাম সবুজ দল। চট্টগ্রাম মহানগর নিয়ে গঠিত লাল দল এবং উত্তর জেলা নিয়ে গঠিত সবুজ দলের হয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়েরা মাঠে নামবে। ম্যাচের বিজয়ী দল পরবর্তীতে ঢাকায় অনুষ্ঠিত চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে। খেলার পূর্বে মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে দেশ বরেণ্য সংগীত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে।