আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটি গঠিত

| সোমবার , ৩০ ডিসেম্বর, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ক্রীড়া সংগঠক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানকে আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেলকে সদস্য সচিব করে ১১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য আগামী শনিবার ৪ জানুয়ারি বিকাল তিনটায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলনে আহত ৭ জনকে পুনর্বাসন-সম্মাননা
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব ২০২৫ র‌্যালী আজ