সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম। দেশে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম করার জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি রাজনীতির বাইরে থেকে খেলাকে খেলা হিসেবে দেখে অত্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেছেন।
তিনি গতকাল নগরীর লালদিঘী চসিক লাইব্রেরী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম–৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেন, আরাফাত রহমান কোকো অত্যন্ত বিনয়ী, প্রচার বিমুখ ও নিরহংকারী ব্যক্তি ছিলেন। তিনি একজন সাধারণ মানুষের মতো সাদাসিধে জীবন যাপন করতেন।
চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, ইসমাইল বালি, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান জিয়া। উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল আকতার, সৈয়দ আবুল বশর, সাইফুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম সায়েল, জানে আলম কুসুম, শাহাদাত খান রাসেল, মো. বেলাল, মামুন পাটোয়ারী নীরব, মিঠুন দাস, মো. শখি, শাহনেওয়াজ শাওন, মো. পারভেজ, মো. ইয়াসিন, কাজী ইমাম, জসিম উদ্দিন, মো. সানাউল্লাহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












