আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের কমিটি গঠন

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:৩৬ পূর্বাহ্ণ

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ চট্টগ্রাম মহানগর কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম ও সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম সমপ্রতি ২১ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর কার্যনির্বাহী কমিটির (আংশিক) অনুমোদন দেন। এতে ক্রীড়া সংগঠক তৌহিদুস সালাম নিশাদকে সভাপতি ও দিদার হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তৈয়ব, সহসভাপতি যথাক্রমে মোস্তফা মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী, সাদেকুর রহমান রিপন, মোহাম্মদ আজম উদ্দিন, আমান উল্লাহ আমান, মোহাম্মদ মাসুদ, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া), জসিম উদ্দিন সাগর, মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আকতার খান, প্রচার সম্পাদক দোলন দাশ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আবু, তথ্য ও গবেষণা সম্পাদক ফজলুল করিম চারু, দপ্তর সম্পাদক নাঈমুল ইসলাম, সমাজসেবা বিষয়ক সম্পাদক ইফাজ খান।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে সিএসই বিভাগ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি’র দুঃখ প্রকাশ