আরাকান রাজ্যের স্কুলে জান্তা বাহিনীর বোমা হামলা, নিহত ১৮

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৩৮ অপরাহ্ণ

পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে গতকাল শুক্রবার জান্তা বাহিনীর বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। রাখাইন (আরাকান) রাজ্যের আরাকান সেনাবাহিনীনিয়ন্ত্রিত কিয়াউকতাও শহরের থায়াত তাবিন গ্রামে জান্তা বাহিনী একটি বেসরকারি আবাসিক স্কুলে এ বোমা হামলা চালায়। খবর বাংলানিউজের।

২০২১ সালে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে দীর্ঘদিন ধরে জাতিগত সশস্ত্র সংঘর্ষ চলছে। তবে, জান্তা সরকার এ বছরের শেষের দিকে ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি

পূর্ববর্তী নিবন্ধব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর ২৭ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধউত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই দেয়া হচ্ছে মৃত্যুদণ্ড