আরাকান আর্মির গুলিতে ২ জেলে আহত, ধরে নিয়ে গেছে ৩ জনকে

নাফ নদী

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ১৩ মে, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফ নাফ নদীর পৃথক দুইটি স্থানে গুলিবর্ষণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে সাবরাং সংলগ্ন নাফ নদীতে দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। একই সঙ্গে লেদা সংলগ্ন নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে ৩ বাংলাদেশিকে। গতকাল সোমবার দুপুরে পৃথক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সাবরাং সীমান্তে নাফ নদীতে গুলিতে আহতরা হলেন, টেকনাফের শাহপরীর দ্বীপ জালিয়া পাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। লেদা সংলগ্ন নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিন জনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নাফ নদীতে মাছ শিকারে যাওয়া দুই জেলে গুলিবিদ্ধ হয়েছে। দুপুরে নাফ নদীর বাংলাদেশ অংশে মাছ ধরতে গেলে আরাকান আর্মির সদস্যরা তাদের উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় দুইজন গুলিবিদ্ধ হয়। আহতরা কঙবাজারের সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। তবে কঙবাজার সদর হাসপাতালে রাত ৮টা পর্যন্ত এমন কোন আহতরা আসেননি।

অপরদিকে সোমবার দুপুরে লেদা সংলগ্ন নাফ নদী থেকে ৩ জনকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তিনি জানান, ৩ জনকে ধরে নিয়ে গেছে। তারা জেলে না। তবে তারা কেন নাফ নদী নেমেছেন নিশ্চিত হতে পারেননি তিনি। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নাফ নদীতে ৩ জন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি।

জেলে ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে ইউএনও বলেন, ৩ জনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টিও শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হয়েছে।

টেকনাফ২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, লেদার ঘটনাটি শুনেছি। তবে তারা জেলে নাকি মাদক কারবারি পরিষ্কার না। কারণ ওই এলাকা দিয়ে প্রচুর পরিমাণে মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে। তারা মাদক আনতে মিয়ানমারে গিয়েছিল কিনা তদন্ত করে দেখা হচ্ছে। ওই তিনজনকে ফেরত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে গুলিবিদ্ধ ২ জনের বিষয়ের বিজিবির কোন বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ছাত্র আন্দোলন দমনে অর্থ ‘জোগানদাতা’ এনাম গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ, কক্সবাজারে ইউপি সদস্য গ্রেপ্তার