আরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করার আদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি

| সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০২ পূর্বাহ্ণ

নয় বছর আগে হ্যাকিংয়ের মাধ্যমে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশের রিজার্ভ চুরির মামলায় ফিলিপিন্সের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। খবর বিডিনিউজের।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহ রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ‘সিআইডির আবেদনের প্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই বাজেয়াপ্ত করার আদেশ দেয়।’ খুব দ্রুত এই টাকা ফেরত আসবে বলে আশা করছেন সিআইডির এই কর্মকর্তা। এর আগে দুপুরে সিআইডির এক বার্তায় বলা হয়, সিআইডি আদালতের মাধ্যমে আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে। তবে সংবাদ সম্মেলনে ছিবগাত উল্লাহ যে তথ্য দিয়েছেন, তাতে ওই অর্থ এখনো বাজেয়াপ্ত করা হয়নি, সিআইডি বাজেয়াপ্ত করার আদেশ পেয়েছে কেবল। তিনি বলেন, প্রাপ্ত তথ্য ও আলামত, ফিলিপিন্স সরকারের সরবরাহকৃত পারস্পরিক আইনি সহায়তা অনুরোধের মাধ্যমে সংগৃহীত সাক্ষ্যের ভিত্তিতে সিআইডির আবেদন করার পর আদালত মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধিত ২০১৫) এর আওতায় এই আদেশ দেয়। সিআইডি প্রধান বলেন, আরসিবিসির সেসময়ের প্রেসিডেন্ট ও সিইও লরেঞ্জো ট্যান, জুপিটার ব্রাঞ্চের ম্যানেজার মায়া সান্তোস দেগিতো এবং ওই ব্যাংকের আরো কয়েকজন কর্মকর্তা পাঁচটি ভুয়া অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এই চুরির সাথে জড়িত ছিলেন, তার প্রমাণ মিলেছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি ঘটনার মধ্যে শ্রীলংকা থেকে ২ কোটি ডলার ফেরত আসে। আর আরসিবিসির মাধ্যমে ২০১৬ সালে ১৬ ফেব্রুয়ারি মাত্র ৬৮ হাজার ডলার ফেরত পায় বাংলাদেশ। প্রায় ১৪ মিলিয়ন ডলার অন্য উদ্যোগে ফেরত আসে। তবে আমরা এখন আরসিবিসির কাছে পুরো ৮১ মিলিয়ন ডলারই ফেরত চাচ্ছি, যেটা আদালত বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেবলেন ছিবগাত উল্লাহ।

আদালতের এই আদেশ বাস্তবায়নের জন্য বাংলাদেশ ও ফিলিপিন্সের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর কাজ চলছে বলে জানান তিনি।

জাতিসংঘের কনভেনশন এগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম (ইউএনটিওসি), ফিলিপিন্সের আইন এবং ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ) এর নির্দেশনার আলোকে এবং সর্বশেষ আদালতের নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার এখন ফিলিপিন্স সরকারের কাছ থেকে এই অর্থ ফেরত আনার ব্যবস্থা করবে বলে সিআইডির ভাষ্য।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সম্পত্তি রক্ষায় ইউএনও ও শিক্ষা অফিসারদের ডিসির নির্দেশনা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল চালকের