মিয়ানমারের রোহিঙ্গা বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (এআরএসএ–আরসা) প্রধান আতাউল্লা আবু আম্বার ওরফে জুনুনিকে বান্দরবানের আদালতে হাজির করা হয়েছে। গতকাল সোমবার সকালে প্রথমে আতাউল্লাকে বান্দরবানের জেলা ও দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। হত্যা মামলাসহ দুই মামলায় তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এ সময় কারাগারে নেয়ার পথে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আতাউল্লা স্থানীয় সাংবাদিকদের বলেন, আরাকানের জমি হবে রোহিঙ্গাদের, ইনশাআল্লাহ আমরাই পাবো আরাকান রাজ্যের জমিন। তিনি বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা রোহিঙ্গাদের পাশে থাকবেন। আপনাদের ডক্টর ইউনুস ভালো মানুষ, আপনারা তার পক্ষে থাকবেন।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বান্দরবান পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী মোহাম্মদ আলমগীর চৌধুরী জানান, হত্যা মামলাসহ দুটি মামলায় প্রধান আসামি আরসা প্রধান আতাউল্লাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ফের জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান কোর্ট ইন্সপেক্টর রেজাউল করীম মজুমদার জানান, দুটি মামলায় দায়রা জজ আদালত এবং জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে আরসা প্রধানসহ কারাগারে থাকা ১০ জন আসামিকে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উক্ত মামলায় অভিযুক্ত ৫০ জন আসামির মধ্যে অন্যরা এখনো পলাতক রয়েছে।