রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার তিন শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব– ১৫। গ্রেপ্তারকৃতরা হল আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির বডিগার্ড মো. আলম প্রকাশ শায়ের মুছা (৩৫), উখিয়া–টেকনাফের ক্যাম্পগুলোতে আরসার সেকেন্ড ইন কমান্ডার আবুল হাসিম (৩১) ও ক্যাম্প কমান্ডার হোসেন জোহার প্রকাশ আলী জোহার (৩২)। সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার বর্ধিত ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি গোপন আস্তানায় অভিযান চালায় র্যাব সদস্যরা। এ সময় কৌশলে পালানোর চেষ্টাকালে তিন আরসা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ হতে ২টি বিদেশি অস্ত্র, ১টি দেশিয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত রোববার উখিয়ার ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে মো. আসাদু উল্লাহ নামে এক যুবককে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের তথ্য উদঘাটন করতে গিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরসার এ তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, আইনশৃক্সখলা বাহিনীর তৎপরতায় শীর্ষ সন্ত্রাসী ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হওয়ায় আরসা অনেকটা নেতৃত্ব সংকট পড়ে। ফলে সংকট সমাধানে শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী করিম উল্লাহ রোহিঙ্গা ক্যাম্পগুলোর আরসার নেতৃত্ব গ্রহণ করে এবং গ্রেপ্তারকৃত আবুল হাসিম সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করে।
গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র মামলাসহ ৬/৭ করে মামলা রয়েছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে র্যাব জানিয়েছে।