আরসা নেতা আতা উল্লাহর মুক্তির দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ

উখিয়া প্রতিনিধি | সোমবার , ২৫ আগস্ট, ২০২৫ at ৭:০৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নাম আতা উল্লাহ। তিনি আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসার শীর্ষ নেতা। আটককৃত আতা উল্লাহর মুক্তির দাবিতে উখিয়ার কুতুপালং ও মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত সমাবেশ শেষে রোহিঙ্গারা বিক্ষোভ মিছিল করেন। সোমবাব (২৫ আগষ্ট) উখিয়ার কুতুপালং ও মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে রোহিঙ্গারা দ্রত স্হান ত্যাগ করেন।

এসময় রোহিঙ্গারা নাম না প্রকাশ করার শর্তে বলেন, আতা উল্লাহ একজন স্বাধীনতাকামী। অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রত মুক্তি দিতে হবে।

আরেক যুবক বলেন, সমাবেশ শেষ করে বাড়িতে দিকে রওনা দিই। হঠাৎ পেছন দিক থেকে শুনতে পায় আতা উল্লাহর মুক্তি চায়। তবে বেশীক্ষন স্হায়ী ছিল না। উল্লেখ্য চলিত বছরের ১৮ মার্চ র্য্যাবের হাতে আটক হন আতা উল্লাহ।

এ ব্যাপারে সাব মাঝি বশির আহমদ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে কিছু সংখ্যাক রোহিঙ্গা বিক্ষোভ করেছে বলে শুনেছি।

এ ব্যাপারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের দায়িত্বরত অধিনায়ক সিরাজ আমিন বলেছেন, এ ধরনের কোন তথ্য আমার জানা নাই। তবে খোঁজ খবর নিয়ে জানাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার
পরবর্তী নিবন্ধনিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গাদের সমাবেশ