উখিয়ায় কুতুপালংয়ের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কথিত পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ। গত শুক্রবার রাতে এ অভিযান চালানো হয় বলে ১৪ এপিবিএন অধিনায়ক এসপি নাইমুল হক জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের মৃত সুলতান আহমদের ছেলে মো. খালেদ হোসেন (৩৩), ১-ইস্ট লম্বাশিয়া ক্যাম্পের মৃত আমির হোসেনের ছেলে মাস্টার সৈয়দ আমিন (৩৮), একই ক্যাম্পের আবুল খায়েরের ছেলে মো. শাকের (৩৫), নুর বসরের ছেলে মোহাম্মদ কলিম (১৮) ও মৃত মো. রশিদের ছেলে মো. ইলিয়াস (২২)। এপিবিএন অধিনায়ক এসপি নাইমুল হক জানান, এসব দুর্বৃত্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরসার নাম ব্যবহার করে চাঁদাবাজি, অপহরণসহ নানা অপরাধ সংঘটিত করে আসছিল। এমনকি দায়িত্বরত পুলিশের ওপরও হামলা চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।












