আরব আমিরাত প্রবাসীদের সাথে সাংবাদিকদের মতবিনিময়

| মঙ্গলবার , ১১ মার্চ, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ মিশনগুলোতে দুর্নীতি, কমিউনিটির সঙ্গে বিরোধ সৃষ্টি, স্বেচ্ছাচারিতাসহ নানা হয়রানি শিকার হওয়ার অভিযোগ তুলে ধরেছেন প্রবাসীরা। গত রবিবার সংযুক্ত আরব আমিরাত প্রবাসী নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের সাংবাদিকদের মতবিনিময় ও ইফতার মাহফিলে এসব অভিযোগ তুলে ধরেন। নগরীর জিইসি মোড় কপার চিমনী রেস্টুরেন্টে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন দুবাই ভাইস প্রেসিডেন্ট ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, সাংবাদিক মোহাম্মদ জহির, শহিদুল্লাহ শাহরিয়ার, আশরাফ উল্লাহ রুবেল, জামশেদুর রহমান চৌধুরী, সবুর শুভ, খোরশেদ আলম শামীম, আলমগীর অপু, সাইদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট আলমগীর সবুজ, ইফতেখারুল ইসলাম, লোকমান চৌধুরী, একে আজাদ, সুবল বড়ুয়া। প্রবাসী সাংবাদিক ও সময় টেলিভিশন আমিরাত ব্যুরো প্রধান শিবলী আল সাদিকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন, প্রবাসী ব্যবসায়ী মো. জসিম উদ্দিন, নাসিম উদ্দিন চৌধুরী, আবদুল মোনাফ, প্রবাসী সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ ও গোলাম সরওয়ার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজিজুল রহমান
পরবর্তী নিবন্ধডা. ফজলুল আমীনের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা