আরব আমিরাত ছেড়ে যুক্তরাষ্ট্র গেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

বড় একটি স্বপ্ন নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে গিয়েছিল সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে তিনি জানিয়েছিলেন দলকে সেমিফাইনালে নিয়ে যেতে চান তিনি। ব্যক্তিগতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালোই খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু দলকে সেমিফাইনালে নিয়ে যেতে পারেননি তিনি। তাই খালি হাতেই বিশ্বকাপ শেষ করতে হয়েছে সাকিব আল হাসানকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে গেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। শেষ দুই ম্যাচে দর্শক হয়ে গেলেন সাকিব। তাইতো গতকাল মঙ্গলবার পরিবারের সাথে দেখা করতে আমেরিকার উদ্দেশ্যে দুবাই ত্যাগ করেছেন সাকিব আল হাসান। গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন সাকিব। সুপার টুয়েলভে বাংলাদেশ গতকাল হেরেছে দক্ষিণ আফ্রিকার কাছেও। আগের রাতে সাকিব ছিলেন দলীয় বৈঠকে। টুকটাক আলোচনাও করেছেন নিজেদের পরিকল্পনা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে। কিন্তু নিজে খেরতে পারলেননা ম্যাচটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিংয়ে ৬ ম্যাচে ১৩১ রান ও বল হাতে ১১ উইকেট পেয়েছেন সাকিব । বল হাতে ধারাবাহিক সাফল্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি এবং বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার অনন্য কীর্তিও গড়েছেন সাকিব আল হাসান।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টে জোরারগঞ্জ একাদশ চ্যাম্পিয়ান
পরবর্তী নিবন্ধচার বছরে ১৩৪টি ক্যাচ ফেলেছে বাংলাদেশ