আরব আমিরাত গেল বাংলাদেশ অ-১৭ নারী দল

| সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:২৮ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে গতকাল ৫ অক্টোবর সকালে দেশ ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব১৭ নারী দল। ৩ জন কোচিং স্টাফের ভিসা না হওয়ায় তারা গতকাল দলের সঙ্গে যেতে পারেননি। অনূর্ধ্ব১৭ নারী ফুটবল দলের সকল খেলোয়াড়, হেড কোচ ও অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা, গোলরক্ষক কোচ ইমন ও ম্যানেজার মিরোনার ভিসা হয়নি। গতকাল রোববার আরব আমিরাতে ছুটি থাকায় ভিসা পাওয়ার সম্ভাবনা ছিল না। আগামীপরশু ভিসা পেলে কোচিং স্টাফের তিন জন রওনা হবেন। ১৩১৭ অক্টোবর জর্ডানে এএফসি অনূর্ধ্ব১৭ টুর্নামেন্টের বাছাই। সেই টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দুবাইয়ে যাত্রা পথে ৭ ও ৯ অক্টোবর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবেন অর্পিতারা। বয়সভিত্তিক নারী দলকে টুর্নামেন্টের প্রস্তুতির জন্য বাফুফে সামপ্রতিক সময়ের মধ্যে এবারই বিদেশে প্রীতি ম্যাচের ব্যবস্থা করেছে। দুই ম্যাচ খেলে ১০ অক্টোবর জর্ডান রওনা হবে বাংলাদেশ। ১৩ অক্টোবর স্বাগতিক জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে। তিন দলের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন দল আগামী বছর মুল পর্বে খেলবে।

পূর্ববর্তী নিবন্ধআটক গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী
পরবর্তী নিবন্ধচুকবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতা ১২ অক্টোবর শুরু