আরব আমিরাতের দুবাই শহরে সড়ক দূর্ঘটনায লোহাগাড়ার আবুল কাসেম(৪০) নামের এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার(৭ই মে) দুবাই শহরের আজমান এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দূর্ঘটনায় নিহত একজন বাংলাদেশীর লাশের খবর পায় নিহতের স্বজনেরা, সেখানে গিয়ে আবুল কাসেমের লাশ সনাক্ত করেন তারা।
নিহত প্রবাসী আবুল কাসেম উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জুনাবির পাড়ার মৃত আহমদ হোসেনের একমাত্র পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি ২ ছেলে এক মেয়েসহ তিন সন্তানের জনক, বিগত ৭ বছর আগে ভাগ্য বদলাতে আরব আমিরাতে পাড়ি জমান।
তার সহকর্মী একই এলাকার শহিদুল আলম জানান, নিহতের খবর আজকে পাওয়া গেলেও সৌদি পুলিশের বরাত দিয়ে তিনি বলেন কমপক্ষে আরও ৩ দিন আগে সড়ক দূর্ঘটনায় স্পটেই তার মৃত্যু হয়েছে।