মহান বিজয় দিবস উপলক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজায় বিজয় দিবস উপলক্ষে এক ক্রিকেট ম্যাচের আয়োজন করে গ্রীন বাংলা ক্রিকেট এসোসিয়েশন। দুবাই ইন্টারন্যাশনাল প্রিমিয়ার ক্রিকেট লিগের ফাইনালও অনুষ্ঠিত হয় শারজার আল দাইদ ক্রিকেট ভিলেজ স্টেডিয়ামে। উক্ত ফাইনালে মুখোমুখি হয় ড্রাগন নাইট রাইডার্স বনাম ড্রাগন কিংস। টস জিতে ড্রাগন নাইট রাইডার্স ব্যাট করতে নামে। আরাফাতের ৪৮ রানের উপর ভর করে ৬ উইকেট হারিয়ে ১০ ওভারে তারা সংগ্রহ করে ১২৬ রান। জবাবে ড্রাগন কিংস ৬ উইকেট হারিয়ে তুলে ১১৭ রান। ৯ রানের জয়ে শিরোপা উৎসবে মেতে উঠে ড্রাগন রাইট রাইডার্স। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন দুবাইয়ের ভারপ্রাপ্ত সভাপতি ক্রীড়া সংগঠক ইয়াকুব সৈনিক। টুর্নামেন্ট উদ্বোধন করেন ক্রীড়া সংগঠক শেখ মহিউদ্দিন ফয়সাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম আজমান ইউএই সভাপতি কামাল হোসেন সুমন, ব্যবসায়ী এম এনাম হোসেন, ব্যবসায়ী সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম শামীম, সাইফুল ইসলাম তালুকদার, শিবলী আল সাদিক প্রমুখ। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কুতুব উদ্দিন, মো. মাহফুজুল আলম, মো. নুরুল ইসলাম, মো. সেলিম উদ্দিন প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হয় ৫ হাজার দেরহাম। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ড্রাগন নাইট রাইডার্সের আরাফাত। একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। ফাইনাল ম্যাচে হ্যাটট্রিকসহ ৪ টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হন রানার আপ দল ড্রাগন কিংসের বোরহান উদ্দিন।