আরব আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বসন্ত উৎসব

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪১ পূর্বাহ্ণ

ব্যস্ত প্রবাস জীবনে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি সম্পর্কে উৎসাহিত করতে গত রবিবার দুবাই মুশরিফ পার্কে বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর উদ্যোগে আয়োজন করা হয় বর্ষবরণ উৎসব। অনুষ্ঠানে ছিল ছোট ছেলে মেয়েদের নানা রকম খেলাধূলা, আইস ডান্স, নৃত্য, কবিতা আবৃত্তি, বসন্ত সাজ প্রতিযোগিতা, মহিলাদের নানারকম খেলাধুলা। লেডিস ক্লাব ইউএইর ফাউন্ডার লিজা হোসেনের সভাপতিত্বে ও টিম লিডার রোমানা বন্নির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ইয়াসমিন মেরোনা, জেসমিন আক্তার, লাবণ্য আদিল, রোমানা আক্তার, ফারহানা নেছার খান, শরিফা সৈনিক, ফাতেমা আহাদ প্রমুখ। আয়োজকদের মধ্যে ছিলেন ক্লাবের সভাপতি লাবণ্য আদিল, সহসভাপতি সাদিয়া আফছার, সহসভাপতি নিশাত জাহান চৌধুরী নিশু, কোঅর্ডিনেটর শারমিন রাঁখি, তাকিয়া সুলতানা, সাহিদা আফরিন সেঁজুতি, টিম লিডার ইশিকা পারভিন, টিম লিডার ঈশিকা মাজহার, কামরুন নাহার, নাসরিন আক্তার প্রমুখ। শেষে বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
পরবর্তী নিবন্ধঅসুস্থ যাত্রীদের জন্য শাহ আমানতে প্রথমবারের মতো অ্যাম্বুলেন্স সেবা চালু