আরব আমিরাতকে একটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব বিসিবির

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পাকিস্তান সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে নতুন আরেকটি পরিকল্পনা নিয়েছে বিসিবি। ফাঁকা সময় তৈরি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাড়তি একটি টিটোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীনের পরামর্শ অনুযায়ী এমিরেটস ক্রিকেট বোর্ডকে গতকাল রোববার এই প্রস্তাব দিয়েছে বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান দলের সঙ্গে আরব আমিরাতে আছে। তার পরামর্শ অনুযায়ী, আমিরাত ক্রিকেট বোর্ডকে আরেকটা টিটোয়েন্টি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আইসিসি ভবিষ্যৎ সফরসূচির বাইরে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের এই টিটোয়েন্টি সিরিজটি খেলছে বিসিবি। এবার সেটির দৈর্ঘ্য আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মূলত পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তার কারণে। ভারতপাকিস্তান সংঘাতের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা পিছিয়ে গেছে এক সপ্তাহ। নতুন সূচিতে এখন ফাইনাল হবে আগামী ২৫ মে। সেদিনই বাংলাদেশের পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ শুরুর কথা ছিল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস জানান, পাকিস্তান সফরের ম্যাচগুলো পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময় কাজে লাগাতে চায় বিসিবি। আগের সূচিতে আমাদের ২১ মে পাকিস্তান যাওয়ার কথা ছিল। এখন সফর হলেও সেটা যে পিছিয়ে যাবে তা নিশ্চিত। তাই ফাঁকা সময় তৈরি হওয়ায়, অপারেশন্স চেয়ারম্যানের পরামর্শ অনুযায়ী প্রস্তাব দেওয়া হয়েছে, আমরা আরেকটা বাড়তি টিটোয়েন্টি খেলতে পারি কি না। এক পর্যায়ে অবশ্য নিরাপত্তা শঙ্কায় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর। তবে এরই মধ্যে সরকারের সবুজ সঙ্কেত পেয়ে গেছে বিসিবি। ওই সফর নিয়ে সিদ্ধান্ত এখন ক্রিকেটারদের ওপর ছেড়ে দিয়েছে বোর্ড। কোনো ক্রিকেটার চাইলে নিজ থেকে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়াতে পারেন। পাকিস্তানে খেলার ব্যাপারে ক্রিকেটারদের মতামত জানতে ও তাদের সঙ্গে পরামর্শ করতে তাই নাজমুল আবেদীনের পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও গেছেন আরব আমিরাতে। বিসিবি সূত্রে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে প্রাথমিক আলোচনার পরই আরেকটি টিটোয়েন্টি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী শিকলবাহা ইউনিয়নে রাজ এগ্রো খামারের যাত্রা
পরবর্তী নিবন্ধরিশাদ এবং রানা যোগ দেওয়ায় দুবাই থেকে ফিরছেন নাসুম