সংগীতশিল্পী আরফিন রুমি ‘আঘাত’ শিরোনামে নতুন একটি গান গেয়েছেন। রুমির সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান। গানটি তৈরি হয়েছে ‘সহযাত্রী’ নামের একটি নাটকের জন্য। যেটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। খবর বিডিনিউজের।
‘সহযাত্রী’ প্রচার হচ্ছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে। বিজ্ঞপ্তিতে সিনেমাওয়ালা জানিয়েছে, মার্সেলের সুর–সংগীতে আরফিন রুমির গাওয়া ‘আঘাত’ গানটির কথা লিখেছেন লুৎফর হাসান।
গান নিয়ে রুমি বলেন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। ‘আঘাত’ দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে আশা করি।
‘আঘাত’ নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে থাকবে বলে মনে করেন তিনি।