আরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:১৩ পূর্বাহ্ণ

চেক প্রতারণার অভিযোগে কিউকম নামের একটি প্রতিষ্ঠানের হেড অব সেলস হুমায়ুন কবির নিরব প্রকাশ আরজে নিরবসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে মামলা হয়েছে। অন্য তিনজন হলেন- কিউকমের চেয়ারম্যান মো.আইয়ুব আলী, এমডি মো. রিপন মিয়া ও সেলস এঙিকিউটিভ তানভির চৌধুরী। গতকাল বুধবার মহানগর হাকিম সাদ্দাম হোসেনের আদালতে মামলাটি করেন মো. ফারুক নামের একজন ব্যবসায়ী। ফারুকের আইনজীবী সালেহ উদ্দীন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার মক্কেল কিউকম থেকে ৩ লাখ ৪২ হাজার টাকার পণ্যের অর্ডার করেন। প্রতিষ্ঠানটি পণ্য ডেলিভারি করতে সক্ষম না হয়ে টাকা ফেরত হিসেবে একটি চেক দেন। উক্ত চেক নিয়ে ব্যাংকে গেলে চেকটি ডিজঅনার হয়। তিনি আরো বলেন, আদালত আমাদের অভিযোগ আমলে নিয়ে বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধ ও জিয়াউর রহমান এক অবিচ্ছেদ্য অংশ
পরবর্তী নিবন্ধআল কোরআন মানবজাতির পূর্ণাঙ্গ জীবন বিধান