পরিবেশ সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জুলাই, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চা করবে এটাই স্বাভাবিক। কিন্তু এর পাশাপাশি শিক্ষার্থীরা যাতে পরিবেশ সম্পর্কে জানতে এবং পরিবেশ সুরক্ষিত রাখতে পারে সে জন্যও শিক্ষার্থীদের ধারণা থাকতে হবে। আর শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা সদর বরইছড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ এবং ওষুধি গাছের চারা প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন চৌধুরী। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার সেলিনা আখতার, সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য, আঁখি তালুকদার, নুরুল হুদা কাদেরী স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মংসুইছাইন চৌধুরী, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং রাঙ্গামাটি জেলা স্কাউটসের সহসভাপতি কাজী মোশাররফ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে চার প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা