আরকান আর্মি ২০ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেলেন

উখিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ নভেম্বর, ২০২৪ at ১১:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ১৩ টি নৌকা ও ২টি ইঞ্জিন চালিত বোটসহ ২০ বাংলাদেশি জেলেকে মিয়ানমার বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সদস্যরা আটক করে নিয়ে যায়।

এ রিপোর্ট লেখাকালীন পর্যন্ত কেউ ফেরত আসেনি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে জেলেরা সাগরে মাছ ধরতে গেলে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে সাবরাং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুস সালাম। তবে তাৎক্ষণিকভাবে আটক বাংলাদেশি জেলেদের নাম জানা যায়নি।

আব্দুস সালাম মেম্বার বলেন, আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালের দিকে উখিয়ার কুতুপালং ও টেকনাফের শাহপরীর দ্বীপের ২০ জন বাংলাদেশি জেলে মাছ ধরার জন্য নাফ নদী দিয়ে সাগরে যাচ্ছিল। এ সময় তারা ভুলবশত এপারের সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী পার হলে শাহপরীর দ্বীপের ওপারের মিয়ানমারের সীমান্ত থেকে ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট সহ সশস্ত্র অবস্থায় আরাকান আর্মির সদস্যরা এসে অস্ত্রের মুখে জেলেদের আটক করে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগছেন।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন মুঠোফোন রিসিভ না করার কারনে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে হত্যা চেষ্টার অভিযোগে বাবলুসহ ৬ জনের বিরুদ্ধে মামলা