চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৩৩ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৮ দশমিক ৮১ শতাংশ। এ সময় ১ হাজার ৫০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১৩৩ জনের মধ্যে নগরীর ৮৭ জন ও উপজেলার ৪৬ জন। জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫২ জনে। এর মধ্যে নগরীর ৭২ হাজার ৮৯১ জন ও উপজেলার ২৭ হাজার ৫৬১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর ২ জন ও উপজেলার দুজন। মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৫৯ জন। এতে নগরীর ৭০০ জন ও উপজেলার ৫৫৯ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ১৬ জন, রাউজানে ৯ জন, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়ায় ৫ জন করে, বোয়ালখালীতে ৪ জন, সীতাকুণ্ডে ৩ জন, চন্দনাইশে ২ জন এবং সন্দ্বীপ ও পটিয়ায় একজন করে রয়েছেন।