দু’মাস ধরে টানা অভিযান চালিয়েও শৃঙ্খলা ফেরানো যায়নি নগরে চলাচলকারী গণপরিবহনগুলোতে। এসব গাড়িতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বহন করা হচ্ছে অতিরিক্ত যাত্রী। শুধু জরিমানা গুণে অপরাধ থেকে পার পেয়ে যাওয়ার কারণে স্বাস্থ্যবিধি অমান্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে। মঙ্গলবার নগরের তিনটি স্পটে পৃথক অভিযান চালায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৪৫ মামলায় ৫০ হাজার ৮শ টাকা জরিমানা করা হয়। বিআরটিএ সূত্রে জানা গেছে, এদিন বায়েজিদ এলাকায় অভিযান চালিয়েছেন বিআরটিএ আদালত–১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। তিনি ১০ মামলায় ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে চকবাজার মোড়ে অভিযান চালান আদালত–১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৬ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন । এছাড়া পলোগ্রাউন্ড মোড়ে অভিযান চালিয়েছেন আদালত–১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। তিনি ২৯ মামলায় ৩২ হাজার ৮শ টাকা জরিমানা আদায় করেন। এর মধ্যে অতিরিক্ত যাত্রী বহন করায় ৬ মামলায় ৬ হাজার এবং স্বাস্থ্যবিধি না মানায় ১২ মামলায় ৬ হাজার টাকা জরিমানা করেন তিনি।