আরও ৩৬ মামলা ৩৯ হাজার টাকা জরিমানা

বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ অক্টোবর, ২০২০ at ১০:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পৃথক চার স্পটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে বিআরটিএ। গতকাল বুধবার চলা এসব অভিযানে ৩৬ মামলায় ৩৯ হাজার ৩শ টাকা জরিমানা করেন বিআরটিএর তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিআরটিএ সূত্রে জানা গেছে, বুধবার নাছিরাবাদ টেকনিক্যাল মোড়ে অভিযান চালান বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। এ অভিযানে ১০ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করেন তিনি। একই সময়ে সিটি গেইট এলাকায় অভিযান পরিচালনা করেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। তিনি ৮ মামলায় ৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি একটি গাড়িকে ডাম্পিং করেন।
অন্যদিকে নগরীর জুবিলী রোড ও টাইগারপাস মোড়ে অভিযান চালিয়ে ১৮ মামলায় ১৫ হাজার ৩শ টাকা জরিমানা আদায় করেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। এসময় অতিরিক্ত যাত্রী নেওয়ার অপরাধে ৩ মামলায় ৩ হাজার টাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে গাড়ি চালানোর অপরাধে ৬ মামলায় ৩ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধ২২টি চা বাগানে ২ ঘণ্টার কর্মবিরতি
পরবর্তী নিবন্ধমুফতি জিহাদী সংবর্ধিত