আরও ৩০ দিন বন্ধ থাকবে চবি চারুকলা ইনস্টিটিউট

চবি প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইন্সটিটিউট বন্ধের ঘোষণা আরও এক মাস বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চবি সিন্ডিকেটের ৫৪২তম সভায় গৃহীত ‘সিদ্ধান্ত১’ এর আলোকে গঠিত কমিটির তত্ত্বাবধানে শহরস্থ চবি চারুকলা ইনস্টিটিউটের অভ্যন্তরে অবস্থিত একাডেমিক ভবন, আবাসিক হোস্টেল, অন্যান্য অবকাঠামো উন্নয়ন ও সংস্কার কাজসমূহ চলমান রয়েছে। চলমান উন্নয়ন ও সংস্কার কাজসমূহ সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্তে গঠিত কমিটি কর্তৃক সময় বৃদ্ধি করার আবেদনের পরিপ্রেক্ষিতে কমিটির কার্যকাল আগামী ৩০ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ মার্চ পর্যন্ত ইনস্টিটিউটের শিক্ষার্থীদের যাবতীয় সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং উক্ত সময়ে অনলাইন ক্লাস চালু থাকবে। ইনস্টিটিউটের আওতাধীন শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলও একই তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস ও হোস্টেল বন্ধ থাকাকালীন সময়ে কোনো শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের ক্যাম্পাস অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এর আগে গত ২ ফেব্রুয়ারি চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একমাসের জন্য চারুকলা ইন্সটিটিউট বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেট।

পূর্ববর্তী নিবন্ধ৭০ কিমি রেললাইন দৃশ্যমান
পরবর্তী নিবন্ধহাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করালেন খালেদা জিয়া