আরও ২ আসনে বিএনপির প্রার্থী বদল, পেলেন যারা

| শনিবার , ২৭ ডিসেম্বর, ২০২৫ at ৬:৫৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনের পর আরও দুই আসনে প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম-১০ আসন থেকে সরিয়ে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি। 

এ ছাড়া চট্টগ্রাম-১০ আসনে নতুন করে প্রয়াত নেতা আব্দুল আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এর আগে, একইদিনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসন থেকে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে সরিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়।

গত ৩ নভেম্বর আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করে বিএনপি। এরপর আসলাম চৌধুরীর সমর্থকেরা ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ অবরোধ করেন। এ সময় টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রার্থী পরিবর্তনের দাবি তোলেন তারা। একই দিন ঢাকা–চট্টগ্রাম রেলপথও অবরোধ করা হয়।

এ ছাড়া বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নামও ছিল। ওই সময় চট্টগ্রাম-১১ আসন খালি রাখা হয়েছিল। শেষ পর্যন্ত আমীর খসরুকে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হলো।

উল্লেখ্য, গত নভেম্বরের শুরুতে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। এরমধ্যে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদল করেছে দলটি। বাকি আসনগুলোর মধ্যে এখন পর্যন্ত ১৪টি আসনে শরিক দলের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়েছে। 

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে ট্যাংকে পানি ভর্তি ট্রাক উল্টে নারী নিহত
পরবর্তী নিবন্ধএনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা