আরও বেশি শরণার্থী প্রবেশের অনুমোদন দেবেন বাইডেন

| সোমবার , ১৯ এপ্রিল, ২০২১ at ১১:০৮ পূর্বাহ্ণ

সমালোচনার মুখে নিজের অবস্থান পাল্টে শরণার্থী অনুমোদনের সীমা বাড়ানো হবে বলে জানালেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জনায়, একদিন আগেই শুক্রবার শরণার্থী প্রবেশে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন। এই সীমা এতো কম রাখায় সমালোচনা শুরু করেন সতীর্থ ডেমোক্রেটিক আইনপ্রণেতা এবং শরণার্থী বিষয়ক পরামর্শক সংগঠনগুলো। তার পরদিন শনিবার ডেলাওয়ারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি। তিনি বলেন, আমরা এই সংখ্যা বাড়াতে যাচ্ছি। সমস্যা হচ্ছে শরণার্থী সংকট নিয়ে চলমান কাজটি সীমান্তে তরুণদের মাঝেই শেষ হয়েছে। আমরা একই সাথে দুটি কাজ করতে পারব না, যে কারণে আমরা সংখ্যাটি বাড়াতে যাচ্ছি। খবর বিডিনিউজের।
বাইডেনের সমালোচনা শুরু পর শুক্রবার হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি জানান, তিনি এই সংখ্যা বাড়াতে পারেন। তিনি বলেন, আমরা আশা করছি ১৫ মের মধ্যে চলতি অর্থবছরের পরের অংশের জন্য শরণার্থী সংখ্যার সীমা বাড়িয়ে চূড়ান্ত একটি সংখ্যা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট। তবে নতুন করে নির্ধারিত সংখ্যাটি কত হবে সে বিষয়ে তিনি কিছু না বললেও, তার প্রাথমিক লক্ষ্য ৬২ হাজার ৫০০ নাও হতে পারে। গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র দপ্তরে এক ভাষণে আগামী অর্থবছরে শরণার্থী সংখ্যা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ক্ষমতায় থাকার শেষ বছর যুক্তরাষ্ট্রে প্রায় ৮৫ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহাকাশ স্টেশন থেকে ফিরল ৩ নভোচারী
পরবর্তী নিবন্ধজোহরা বেগম