নাশকতার আরও দুই মামলায় জামিন পাওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর মুক্তি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। সব মিলিয়ে তিনি জামিন পেয়েছেন আটটি মামলায়। পল্টন ও রমনা থানায় করা আরও দুটি মামলায় জামিন আবেদনের শুনানি হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। সেদিন তার পক্ষে আদেশ এলেই কারাগারের বাইরে আসার পথ সুগম হবে। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন শুনানির এই তারিখ ঠিক করেন। আমীর খসরুর আইনজীবী নুরুজ্জামান তপন এ কথা জানিয়েছেন। খবর বিডিনিউজের।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন বিজয়নগর ও কাকরাইলে সহিংসতার ঘটনায় করা ৩৬টি মামলার মধ্যে ১০টিতে আসামি করা হয় আমীর খসরুকে। গত ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে বিএনপি নেতাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবলকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। গত ৮ জানুয়ারি খসরুর জামিন আবেদন গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করতে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতকে নির্দেশ দেয় হাই কোর্ট। গত ১৪ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবী তার জামিন চেয়ে আলাদা আবেদন করেন। কনস্টেবল হত্যাসহ আরও দুটি মামলায় গত ১৭ জানুয়ারি জামিন পান আমীর খসরু। পরের দিন পল্টন ও রমনা থানায় করা আরও চারটি মামলায় জামিন মেলে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তার বিরুদ্ধে করা ১১টি মামলার মধ্যে জামিন পেয়েছেন ১০টিতে। তবে ২৮ অক্টোবর সংঘাতের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় এখনও জামিন না পাওয়ায় তার মুক্তি আটকে আছে।