সম্প্রীতি, সংলাপ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টারের উদ্যোগে গত ১৬ আগস্ট কাফকোতে ‘আর্ট ফর পিস : ক্যানভাস থেকে কমিউনিটি–সৃজনশীলতায় শান্তির বারতা’ শীর্ষক ব্যতিক্রমী আয়োজন সম্পন্ন হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম পিস সামিট ২০২৫’ এর প্রস্তুতিমূলক ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএফপি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ। শুভেচ্ছা বক্তৃতা করেন আর্ট ফর পিস আয়োজন উপ–কমিটির আহ্বায়ক প্রফেসর মো. জসিম উদ্দিন। বক্তব্য দেন প্রফেসর জাহেদ আলী চৌধুরী, শিল্পী দীপক কুমার দত্ত, প্রফেসর সুফিয়া বেগম ও কবি বিশ্বজিৎ বড়ুয়া। তারা শিল্পের মাধ্যমে শান্তি ও সহমর্মিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। সিনিয়র শিল্পীদের মধ্যে ছবি আঁকেন মো. জসিম উদ্দিন, জাহেদ আলী চৌধুরী, দীপক কুমার দত্ত, সুফিয়া বেগম, উত্তম কুমার তালুকদার, ত্বরিৎ বড়ুয়া, মো. ইব্রাহীম, সংগীতা চৌধুরী ববি ও সঞ্জয় সরকার অক্ষয়। তরুণ শিল্পীদের মধ্যে ছিলেন মুব্বারাত জাহিন, আশফিয়া আহমেদ আরিয়ানা ও আর্শিয়ান আহমেদ আমরীন। আরএফপি বাংলাদেশের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশনা সম্পাদক ড. শ্রীপতি দাশ, নির্বাহী কমিটির সদস্য প্রফেসর সুজান কান্তি বিশ্বাস ও টারেসা আইরিন এবং শান্তিকর্মী জয়মালা বড়ুয়া ও সুমনা মাহবুব যুঁথী। ৬ সেপ্টেম্বর চট্টগ্রাম শান্তি সম্মেলনে এসব ছবি প্রদর্শিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।